প্রকাশিত:
                                        ০২ অক্টোবর ২০২৪ ১৪:১০ পিএম
                                        
                                                                                    আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ২:৫৭ পিএম                                     
 
                                                                        
                                    কলকাতায় দেখা যাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেশ ছাড়ার কোনো তথ্য অভিবাসী পুলিশের কাছে নেই। তার মানে তিনি অবৈধভাবে দেশ ছেড়েছেন।
কলকাতায় দেখা যাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেশ ছাড়ার কোনো তথ্য অভিবাসী পুলিশের কাছে নেই। তার মানে তিনি অবৈধভাবে দেশ ছেড়েছেন।
পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) মো. শাহ আলম এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সম্প্রতি বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের কলকাতা প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়েন আসাদুজ্জামান খান কামাল। কলকাতার ইকোপার্কে তাঁর সঙ্গে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেখা মিলেছে।
এ বিষয়ে আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক (মুখপাত্র) লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতে অবস্থানের বিষয়ে আপনারা যেভাবে জেনেছেন, আমিও সেভাবে জেনেছি। আমাদের গোয়েন্দারা কাজ করেছেন। এ ব্যাপারে তথ্য–উপাত্ত পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং গণমাধ্যমকে জানানো হবে।’
এ বিষয়ে জানতে চাইলে আজ বিকেলে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘আমি গণমাধ্যমে খবর দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে। তারা কীভাবে গেছেন, সে তথ্য ইমিগ্রেশন পুলিশে নেই।’ তিনি বলেন, ‘এতটুকু নিশ্চয়তা দিতে পারি, স্বরাষ্ট্রমন্ত্রীসহ যাঁদের দেখা গেছে, তাঁরা কেউ ইমিগ্রেশন ক্রস করেননি। ইমিগ্রেশনে তাঁদের দেশত্যাগের কোনো তথ্য নেই। তাঁরা অবৈধ পথে দেশ ছেড়েছেন।’
মন্তব্য করুন: