[email protected] মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২

দেশের ৭ কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নেই!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৫ ১৮:০৭ পিএম

ছবি : গ্রাফিক্স

বাংলাদেশের অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ থেকে এখনো বঞ্চিত কোটি কোটি মানুষ। আধুনিক ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সুবিধা নিতে না পারার কারণে দেশের বিপুল জনগোষ্ঠী রয়েছে অর্থনৈতিক লেনদেনের আনুষ্ঠানিক ব্যবস্থার বাইরে।

বিশ্বব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ১৫ বছরের ঊর্ধ্বে বয়স দেশের প্রায় ৭ কোটি এমন মানুষ এখনো কোনো প্রাতিষ্ঠানিক আর্থিক হিসাব খুলতে পারেনি। এতে করে তারা সঞ্চয়, ঋণ গ্রহণ, ডিজিটাল লেনদেনসহ আধুনিক আর্থিক সেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছে। এই চ্যালেঞ্জ কেবল ব্যক্তিগত নয়, দেশের অর্থনীতির দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের জন্যও বিরাট ঝুঁকি তৈরি করছে।

বিশ্বব্যাংকের সর্বশেষ বৈশ্বিক আর্থিক অন্তর্ভুক্তি সূচক (ফিনডেক্স) অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ১৫ বছরের ঊর্ধ্বে থাকা জনগোষ্ঠীর সংখ্যা ১২ কোটি ২৮ লাখ। এর মধ্যে ৬ কোটি ৯৭ লাখের কোনো আর্থিক হিসাব নেই।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, দেশের অনেক মানুষ দিনমজুর, যাঁদের সংসার চালিয়ে অর্থ সঞ্চয় করার মতো অবস্থা নেই। এছাড়া শিক্ষার অভাবে অনেকেই ব্যাংক লেনদেন এড়িয়ে চলেন। ব্যাংকে টাকা রাখা নিয়ে অনেকের মধ্যেই নেতিবাচক ধারণা রয়েছে। এসব কারণেও আর্থিক হিসাবধারী কমতে পারে।’

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘আর্থসামাজিক ও জনমিতিক জরিপ-২০২৩’ প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল ব্যাংকিংসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান মিলিয়ে দেশের ১০ বছরের ঊর্ধ্বে জনগোষ্ঠীর ৪৭.৪৩ শতাংশ মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এসেছে।

যদিও বিবিএসের জরিপ পর্যালোচনায় দেখা গেছে, ব্যাংক তো দূরের কথা, মোবাইল ব্যাংকিং এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেও লেনদেন করছে না ৫২.৫৭ শতাংশ মানুষ। অর্থাৎ মোট জনসংখ্যার ১০ বছরের ঊর্ধ্বে জনগোষ্ঠীর অর্ধেকের বেশি মানুষের কোনো আর্থিক প্রতিষ্ঠানে আগ্রহ নেই। সে বিবেচনায় আর্থিক অন্তর্ভুক্তিতে থাকা মানুষের মধ্যে মাত্র ৫.৮৫ শতাংশ মানুষের ব্যাংকে হিসাব রয়েছে।

সোর্স: আজকের পত্রিকা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর